Ajker Patrika

টেকনাফে হাত-পা বিচ্ছিন্ন রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৪: ১৫
টেকনাফে হাত-পা বিচ্ছিন্ন রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাজিম উদ্দিন (৪৭) নামের এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নাজিম উদ্দিন চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এই তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল সন্ধ্যায় ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের সীমানার আনুমানিক ৩০০ মিটার দূরে পশ্চিমের পাহাড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। শরীর থেকে হাত-পা ও অণ্ডকোষ বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হচ্ছে, ৮-১০ দিন আগে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি জঙ্গলে ফেলে রেখে যায়।

ওসি আরও বলেন, ‘লাশটি উদ্ধারের পর পরিচয় শনাক্ত করতে খোঁজখবর নেওয়া হয়। পরে রাতে সাহুদা খাতুন নামের এক রোহিঙ্গা নারী মৃতের কোমরে থাকা রশি ও লাশের পাশে থাকা জামাকাপড় দেখে তাঁর স্বামী বলে শনাক্ত করেন।

ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত