নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ রোগীর সবাই কোনো না কোনোভাবে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের উন্নত চিকিৎসার প্রয়োজন। সে জন্য তাঁদের ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া দরকার বলে জানিয়েছেন ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ মঙ্গলবার সকালে এই চক্ষু বিশেষজ্ঞ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, আহত রোগীদের মধ্যে চমেকে ভর্তি ৬৩ জনের সবাই চোখে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন। তাঁদের মধ্যে কারও শুধু চোখেই আঘাত লেগেছে। আবার কারও কারও শরীরের অন্য অঙ্গগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের চোখের অবস্থা খুবই খারাপ। তাঁদের মধ্যে একজনের চোখের কর্নিয়া ফেটে গেছে। প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নিতে হতে পারে।
সাবেক মহাপরিচালক আরও বলেন, ‘আমরা চাই গুরুতর আহত ছয় রোগীকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে উন্নত চিকিৎসা দিতে। এ ছাড়া আরও পাঁচ-ছয়জন রোগীর চোখের অবস্থা খারাপ। কিন্তু তাঁদের শরীরের অন্যান্য অঙ্গের অবস্থাও খুবই খারাপ হওয়ায় এখনই ঢাকায় নেওয়া সম্ভব নয়।’
উল্লেখ্য, গত শনিবার রাতে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তাঁরা আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ রোগীর সবাই কোনো না কোনোভাবে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের উন্নত চিকিৎসার প্রয়োজন। সে জন্য তাঁদের ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া দরকার বলে জানিয়েছেন ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ মঙ্গলবার সকালে এই চক্ষু বিশেষজ্ঞ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, আহত রোগীদের মধ্যে চমেকে ভর্তি ৬৩ জনের সবাই চোখে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন। তাঁদের মধ্যে কারও শুধু চোখেই আঘাত লেগেছে। আবার কারও কারও শরীরের অন্য অঙ্গগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের চোখের অবস্থা খুবই খারাপ। তাঁদের মধ্যে একজনের চোখের কর্নিয়া ফেটে গেছে। প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নিতে হতে পারে।
সাবেক মহাপরিচালক আরও বলেন, ‘আমরা চাই গুরুতর আহত ছয় রোগীকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে উন্নত চিকিৎসা দিতে। এ ছাড়া আরও পাঁচ-ছয়জন রোগীর চোখের অবস্থা খারাপ। কিন্তু তাঁদের শরীরের অন্যান্য অঙ্গের অবস্থাও খুবই খারাপ হওয়ায় এখনই ঢাকায় নেওয়া সম্ভব নয়।’
উল্লেখ্য, গত শনিবার রাতে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তাঁরা আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
১৩ মিনিট আগে