Ajker Patrika

রোহিঙ্গা শিবির থেকে উদ্ধার হওয়া ৩৫ পাখি অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা শিবির থেকে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
রোহিঙ্গা শিবির থেকে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়ণ শিবিরে অভিযান চালিয়ে ২৮টি সাদা বক, ময়না ও পানকৌড়িসহ ৩৫টি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে এসব পাখি উপজেলা প্রশাসনের সহযোগিতায় আকাশে অবমুক্ত করা হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকাশ দাশ বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরের কিছু দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে স্থানীয় পাহাড় ও জলাভূমিতে ফাঁদ বসিয়ে পাখি ধরে বাজারে বিক্রির খবর পায় বন বিভাগ। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে গেলে খাঁচাভর্তি পাখি রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে খাঁচাভর্তি বিভিন্ন জাতের ৩৫টি পাখি উদ্ধার করা হয়।

বিকাশ দাশ বলেন, উদ্ধার করা পাখিগুলো উপজেলা প্রশাসনের কার্যালয়ে আনা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন মুক্ত আকাশে পাখিগুলো অবমুক্ত করেন।

উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম জানান, শীত মৌসুমের শুরুতে অতিথি পাখিরা বাংলাদেশে আসতে শুরু করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীরা ফাঁদ বসিয়ে পাখি নিধন কার্যক্রমে জড়িয়ে পড়ছে। অতিথি পাখি নিধন কাজে জড়িতদের আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত