হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’
নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৩০ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৩২ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৪০ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৪২ মিনিট আগে