Ajker Patrika

রামুর বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২০: ২১
রামুর বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার

কক্সবাজারের রামুর প্রাচীন বৌদ্ধবিহারে অগ্নিসংযোগের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আবদুল ইয়াছির ওরফে শাহজাহান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শাহজাহান রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের বাসিন্দা এবং বিএনপির সক্রিয় কর্মী। তাঁর বাবা আবদুল করিম ইউনিয়ন বিএনপির সভাপতি।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

৫ জানুয়ারি দিনগত রাত ২টার দিকে রামু সদরের চেরাংঘাটায় রাখাইন সম্প্রদায়ের দেড় শ বছরের প্রাচীন কাঠের তৈরি উসাইচেন বৌদ্ধবিহারে (বড় ক্যাং) আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বিহারের পুরোহিত ও অন্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর ৬ জানুয়ারি বিহার পরিচালনা কমিটির সভাপতি মংকিউ রাখাইন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন। আলোচিত এ ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের কথা জানিয়েছে।

পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বিব্রত করা, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন ব্যাহত করায় ছিল এ অগ্নিসংযোগের উদ্দেশ্য। 

গ্রেপ্তার যুবকের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার বলেন, এই অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত নাশকতা। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতেই এ নাশকতা চালানো হয়েছে।  

এসপি মাহফুজুল ইসলাম বলেন, বিহারে আগুন দেওয়ার ২০ মিনিট আগে রামু ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করে জানানো হয় ঈদগড় বাজারে আগুন লেগেছে। এ খবর পেয়ে স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়ার নেতৃত্বে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ঈদগড়ের উদ্দেশে রওয়ানা হয়। কিন্তু ঈদগড় বাজারে পৌঁছে তাঁরা নিশ্চিত হয় খবরটি ছিল ভুয়া।

একই মোবাইল ফোন থেকে রামু বিদ্যুৎ অফিসে ফোন করে বলা হয় চেরাংঘাটায় আগুন লেগেছে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি সহায়তায় এই মোবাইলের সূত্র ধরেই গ্রেপ্তার শাহজাহানকে শনাক্ত করা হয়। এরপর পুলিশ মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে আবদুল ইয়াছির ওরফে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে মোবাইল সিমটি জব্দ করা হয়েছে বলে জানান এসপি। 

শাহজাহানের বিরুদ্ধে আগে কোনো নাশকতা বা অন্য কোনো অভিযোগে মামলা আছে কি না জানতে চাইলে পুলিশ সুপার বলেন, তার অতীতের রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় তার আর কোনো সহযোগী বা পরিকল্পনায় কারা জড়িত তা তদন্ত চলছে। গ্রেপ্তার শাহজাহানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত