Ajker Patrika

সুবর্ণচরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১১: ৩২
Thumbnail image

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ইয়াবাসহ দুজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা উদ্ধার করে। 

মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা মসজিদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্লার ছেলে খাইরুল ইসলাম ওরফে কালা আজাদ (৩৫) এবং একই ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে মো. সাজিদ হোসেন ওরফে পয়েল (২৯)। 

পুলিশের জানায়, ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। এর আগে গত সপ্তাহে সুবর্ণচরের শীর্ষ মাদক কারবারি বেলাল হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে চরজব্বার থানার পুলিশ। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। 

এসপি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চরজব্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত