Ajker Patrika

গাড়িবহর থেকে নামিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৪: ৩৫
গাড়িবহর থেকে নামিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউপি সদস্যকে প্রকাশ্যে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সকালে হামলায় আহত ইউপি সদস্য মো. আরিফের ছোট ভাই মো. আব্দুল আলিম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন মো. ইয়াছিন (৩৪), ফারুক (৪০), নুরুল ইসলাম (৫৫), শাহজাহান (৪৫), সজীব (৩৮) ও মো. আল আমিন (৩৫)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যান স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা। এ সময় তাঁদের সঙ্গে যান সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ ও ইউপি সদস্য মো. আরিফ। পরিদর্শন শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে সবার পেছনে থাকা গাড়ির গতি রোধ করে সন্ত্রাসী ইয়াসিন ও তার বাহিনীর সদস্যরা। এ সময় তারা গাড়ির ভেতর থেকে আরিফকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে আনে এবং তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। ঘটনার একপর্যায়ে সামনে থাকা গাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নেমে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলায় আহত ইউপি সদস্য মোহাম্মদ আরিফ বলেন, ‘ইয়াসিন ও তার অনুসারী সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে মারতে মারতে বলতে থাকে—এখানে কেউ আসতে পারবি না। তুই আমাদের নাগরিকত্ব সনদ ও জন্ম সনদ দিতে গড়িমসি করিস। এ সময় তারা এ এলাকায় পুনরায় না আসতে হুঁশিয়ারি দিয়েছে।’

হামলার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের গাড়িবহরে সবার পেছনে ছিল চেয়ারম্যানের গাড়ি। সেই গাড়িতে ছিলেন ইউপি সদস্য আরিফ। হঠাৎ কিছু লোক তাঁদের গাড়ির গতি রোধ করে আরিফকে নামিয়ে নাগরিকত্ব সনদের কথা বলে তাঁকে মারধর করে। পরে আমরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘হামলায় আহত ইউপি সদস্য আরিফের ছোট ভাই বাদী হয়ে শনিবার সকালে সীতাকুণ্ড থানায় ইয়াসিনসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত