লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বাড়ি যাওয়ার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী।
আজ সোমবার লক্ষ্মীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি যানবাহন (স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স) ব্যবহার করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণার অপরাধে ইউপি চেয়ারম্যানকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা (২০০৮ এর বিধি ১৪ (২) লঙ্ঘনের দায়ে ১৮ (১) বিধি) মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আচরণবিধি মেনে চলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
আদালত সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী সরকারি ‘স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স’ ব্যবহার করে মেম্বারদের নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বাসায় যান। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করে তাকে এ জরিমানা করা হয়। পরে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের কার্যালয়ের সামনে থেকে অ্যাম্বুলেন্সটি রায়পুরে নিয়ে আসা হয়।
অ্যাম্বুলেন্সচালক মো. তারেক হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মেম্বারগণ লক্ষ্মীপুর এমপি সাহেবের বাসায় যান। ওখানে যাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) আমাকে গাড়ি রায়পুর নিয়ে আসার নির্দেশ দিলে আমি সেটি ওনার অফিসে পৌঁছে দিয়ে বাড়িতে চলে আসি।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে ইউপি সদস্য আবুল হোসেন অ্যাম্বুলেন্সে করে দলীয় কাজে লক্ষ্মীপুর যাওয়া ও জরিমানার বিষয়টি স্বীকার করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরা খাতুন বলেন, ‘অভিযুক্ত চেয়ারম্যান দোষ স্বীকার করে জরিমানা দিয়েছেন। অ্যাম্বুলেন্সটি আমাদের জিম্মায় নিয়ে আসা হয়েছে।’
লক্ষ্মীপুরে সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বাড়ি যাওয়ার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী।
আজ সোমবার লক্ষ্মীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি যানবাহন (স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স) ব্যবহার করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণার অপরাধে ইউপি চেয়ারম্যানকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা (২০০৮ এর বিধি ১৪ (২) লঙ্ঘনের দায়ে ১৮ (১) বিধি) মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আচরণবিধি মেনে চলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
আদালত সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী সরকারি ‘স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স’ ব্যবহার করে মেম্বারদের নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বাসায় যান। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করে তাকে এ জরিমানা করা হয়। পরে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের কার্যালয়ের সামনে থেকে অ্যাম্বুলেন্সটি রায়পুরে নিয়ে আসা হয়।
অ্যাম্বুলেন্সচালক মো. তারেক হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মেম্বারগণ লক্ষ্মীপুর এমপি সাহেবের বাসায় যান। ওখানে যাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) আমাকে গাড়ি রায়পুর নিয়ে আসার নির্দেশ দিলে আমি সেটি ওনার অফিসে পৌঁছে দিয়ে বাড়িতে চলে আসি।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে ইউপি সদস্য আবুল হোসেন অ্যাম্বুলেন্সে করে দলীয় কাজে লক্ষ্মীপুর যাওয়া ও জরিমানার বিষয়টি স্বীকার করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরা খাতুন বলেন, ‘অভিযুক্ত চেয়ারম্যান দোষ স্বীকার করে জরিমানা দিয়েছেন। অ্যাম্বুলেন্সটি আমাদের জিম্মায় নিয়ে আসা হয়েছে।’
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১২ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৪ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১৭ মিনিট আগে