Ajker Patrika

এক প্রার্থীরই ৩০ নির্বাচন অফিস, ৩৫ তোরণ!

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৮: ৫০
এক প্রার্থীরই ৩০ নির্বাচন অফিস, ৩৫ তোরণ!

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম একাই ৩০টি নির্বাচন অফিস করেছেন। পাশাপাশি বানিয়েছেন ৩৫টি তোরণ। 

অবশেষে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং নির্বাচনী আচরণবিধি মানতে সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

গতকাল রোববার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ওই প্রার্থীকে সতর্ক করে লিখিতভাবে এ নির্দেশ দেন। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ৩০টি নির্বাচন কার্যালয় করেছেন স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম। ছবি: আজকের পত্রিকাএ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী লিখিত অভিযোগে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের ৩০টি নির্বাচনী অফিস ও ৩৫টি তোরণ নির্মাণের বিষয়ে জানান। বিষয়টি আমরা সরেজমিনে সত্যতা পাই, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাই অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম নির্বাচনের আচরণবিধির তোয়াক্কা করছেন না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ সরিয়ে নেননি। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই তিনি ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করে আসছেন। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ৩৫টি তোরণ নির্মাণ করেছেন স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমতবে স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম দাবি করছেন, তাঁর কর্মী-সমর্থকেরা এসব অফিস স্থাপন করেছেন। এরপরও রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়ে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। আর ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণের অভিযোগ তিনি অস্বীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত