নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির গুদাম থেকে প্রায় ১২ টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দেলোয়ারসহ সাতজনকে আটক করা হয়। এসব পণ্যে নামীদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দোকানে বিক্রি করা হতো বলে পুলিশ জানায়।
দেলোয়ার ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘চান্দগাঁও কাজীরহাট বাজারে দেলোয়ার হোসেনের পাইকারি ও খুচরা ভোগ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের আড়ত উত্তর মোহরা এজাহার শাহমাজার-সংলগ্ন মোহরা কোম্পানির বাড়ির রাস্তার পাশে, যা দেলোয়ারের গোডাউন নামে পরিচিত। মনির দেলোয়ারের প্রধান সহযোগী। তিনি টিসিবির পণ্য বিভিন্ন পন্থায় বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করে দেলোয়ারের গুদামে পৌঁছে দেন।’
ওসি জাহিদুল আরও বলেন, ‘ডিলাররা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য যেখানে বিক্রি করেন, সেখানে এজেন্ট ঢুকিয়ে দেন দেলোয়ার ও মনির। দরিদ্র সেজে তেল, মসুর ডালসহ টিসিবির বিভিন্ন পণ্য কেনেন। এ ছাড়া গরিব লোকজনের কাছ থেকেও সামান্য বাড়তি দামে পণ্য কিনে মজুত করেন তাঁরা।’
ওসি জাহিদুল জানান, দেলোয়ার কর্মচারীদের মাধ্যমে টিসিবির স্টিকার খুলে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে খুচরা দোকানিদের কাছে সরবরাহ করেন। দুই কেজির প্যাকেট থেকে মসুর ডাল ৫০ কেজির বস্তায় মেশানো হতো। পরে সেগুলো স্থানীয় বাজারে নিয়ে খুচরা হিসেবে চড়া দামে বিক্রি করতেন তিনি।
পুলিশের অভিযানে দেলোয়ারের গুদাম থেকে ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল এবং ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। এর দাম ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানান ওসি। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগরীতে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির গুদাম থেকে প্রায় ১২ টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দেলোয়ারসহ সাতজনকে আটক করা হয়। এসব পণ্যে নামীদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দোকানে বিক্রি করা হতো বলে পুলিশ জানায়।
দেলোয়ার ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘চান্দগাঁও কাজীরহাট বাজারে দেলোয়ার হোসেনের পাইকারি ও খুচরা ভোগ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের আড়ত উত্তর মোহরা এজাহার শাহমাজার-সংলগ্ন মোহরা কোম্পানির বাড়ির রাস্তার পাশে, যা দেলোয়ারের গোডাউন নামে পরিচিত। মনির দেলোয়ারের প্রধান সহযোগী। তিনি টিসিবির পণ্য বিভিন্ন পন্থায় বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করে দেলোয়ারের গুদামে পৌঁছে দেন।’
ওসি জাহিদুল আরও বলেন, ‘ডিলাররা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য যেখানে বিক্রি করেন, সেখানে এজেন্ট ঢুকিয়ে দেন দেলোয়ার ও মনির। দরিদ্র সেজে তেল, মসুর ডালসহ টিসিবির বিভিন্ন পণ্য কেনেন। এ ছাড়া গরিব লোকজনের কাছ থেকেও সামান্য বাড়তি দামে পণ্য কিনে মজুত করেন তাঁরা।’
ওসি জাহিদুল জানান, দেলোয়ার কর্মচারীদের মাধ্যমে টিসিবির স্টিকার খুলে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে খুচরা দোকানিদের কাছে সরবরাহ করেন। দুই কেজির প্যাকেট থেকে মসুর ডাল ৫০ কেজির বস্তায় মেশানো হতো। পরে সেগুলো স্থানীয় বাজারে নিয়ে খুচরা হিসেবে চড়া দামে বিক্রি করতেন তিনি।
পুলিশের অভিযানে দেলোয়ারের গুদাম থেকে ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল এবং ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। এর দাম ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানান ওসি। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে