Ajker Patrika

‘কেমিক্যাল আছে জানলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক হতেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘কেমিক্যাল আছে জানলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক হতেন’

এখানে যে হাইড্রোজেন পার অক্সাইড রাখা হয় তা আমাদের টিম জানত না। এখানে আসার আগে আমাদের টিমকে যদি জানানো হতো এখানে কেমিক্যাল আছে। কী কেমিক্যাল আছে তা না বললেও আমাদের টিম সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেত। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর সামনে এ কথা বলেন ফেনী ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

মুৎসুদ্দী বলেন, ‘উনারা (ফায়ার সার্ভিস) একদম আগুনের কাছাকাছি ছিলেন। আগুনে পানি দিচ্ছিলেন। সেখানে থাকা হাইড্রোজেন পার অক্সাইড আগুনে প্রজ্বলনের জন্য পূর্ণ শক্তি নিচ্ছিল। তখন পানির বাষ্প পাওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। সেখানে আগুনের পাশে যে কন্টেইনার ছিল তা টুকরো টুকরো হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘কন্টেইনারগুলো শক্ত স্টিল দিয়ে তৈরি হয়, বিস্ফোরণে তা টুকরো টুকরো হয়ে গেছে। আরেকটি কন্টেইনার উড়ে দূরে গিয়ে পড়েছে। সেখানে আমাদের ১২ জন সদস্য ছিল। নয়জনের মরদেহ আমরা পেয়েছি।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখানে কিছু কন্টেইনারের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড আছে। নতুন করে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এ জন্য ধীরে ধীরে সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আমরা বন্দরের মধ্যে এর চেয়ে বড় বড় আগুন নিভিয়েছি। আজকের মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত