Ajker Patrika

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন রাসেল (৩৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ইসমাইল চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেনর ছেলে।

গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ইসমাইলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুনছেন মা-বাবা ও এক সন্তানের জননী স্ত্রী হাফসা আক্তার। 

ইসমাইলের পরিবার জানায়, ইসমাইল সৌদি আরবের জিজান প্রদেশে সেন্ট্রাল এসির কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে রাতে বাসায় ফিরছিলেন তিনি। পথে সৌদি আরব সময় রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ইসমাইলের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আকুতি জানিয়েছে তাঁর পরিবার। 

ইসমাইলের বাবা ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন বলেন, ‘গত ৮ মাস আগে অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। একটি নাতি আছে, কখনো ভাবিনি এ খবর শুনতে পাব। আমার ছেলের লাশ ফিরে পেতে সরকারের সহযোগিতা চাই।’ 

ফরিদগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর বিষয়টি শুনেছি। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত