Ajker Patrika

টেকনাফে নবজাতকের পরিত্ত্যক্ত মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: 
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২০: ১২
টেকনাফে নবজাতকের পরিত্ত্যক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে সদ্য জন্ম নেওয়া নবজাতকের পরিত্ত্যক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফের নাইট্যংপাড়া হেচ্ছার খালের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় লোকজন জানান, স্থানীয় কয়েকজন ওই স্থানে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা নবজাতকটি ফেলে দিয়েছে তার এখনো জানা যায়নি। 

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, আজ সকালে ওই নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। 
 
পরিদর্শক আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নবজাতকের মরদেহটি দাফন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত