রাঙামাটি ও কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমাকে (৬৫) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নেথোয়াই মারমা আসন্ন ইউপি নির্বাচনে চিংম্রং ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসচাইন চৌধুরী বলেন, নেথোয়াই নিজের নিরাপত্তার জন্য এত দিন কাপ্তাই উপজেলা শহরে রেস্টহাউসে থাকতেন। গতকাল মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে চিংম্রং নিজ বাড়িতে গিয়েছিলেন। পরে সন্ত্রাসীরা রাত ১টার দিকে তাঁর বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জনসংহতি সমিতি (জেএসএস)।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য 'জনসংহতি সমিতি'কে দায়ী করে বলেন, `পাহাড়ে নির্বাচন এলেই হত্যাকাণ্ডে মেতে ওঠে এই সন্ত্রাসী সংগঠন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য জেলার সব ইউনিয়নের প্রার্থীদের নিরাপদ ও সতর্ক থাকতে হবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।'
কাপ্তাইয়ের চন্দ্রঘোণা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `আওয়ামী লীগের নৌকার প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে আমরা জেনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।'
এ হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে জনসংহতি সমিতির দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমাকে (৬৫) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নেথোয়াই মারমা আসন্ন ইউপি নির্বাচনে চিংম্রং ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসচাইন চৌধুরী বলেন, নেথোয়াই নিজের নিরাপত্তার জন্য এত দিন কাপ্তাই উপজেলা শহরে রেস্টহাউসে থাকতেন। গতকাল মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে চিংম্রং নিজ বাড়িতে গিয়েছিলেন। পরে সন্ত্রাসীরা রাত ১টার দিকে তাঁর বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জনসংহতি সমিতি (জেএসএস)।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য 'জনসংহতি সমিতি'কে দায়ী করে বলেন, `পাহাড়ে নির্বাচন এলেই হত্যাকাণ্ডে মেতে ওঠে এই সন্ত্রাসী সংগঠন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য জেলার সব ইউনিয়নের প্রার্থীদের নিরাপদ ও সতর্ক থাকতে হবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।'
কাপ্তাইয়ের চন্দ্রঘোণা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `আওয়ামী লীগের নৌকার প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে আমরা জেনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।'
এ হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে জনসংহতি সমিতির দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
১ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
৩ মিনিট আগেশেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
১২ মিনিট আগেবাসচালককে মারধর করার জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে কোনো বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস বন্ধই ছিল।
১৯ মিনিট আগে