Ajker Patrika

রামগড়ে অপরাধ দমনে বিজিবির মতবিনিময় সভা 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
Thumbnail image

মাদক, নারী ও শিশু পাচার, অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্রের চোরাচালান, সন্ত্রাসী কর্তৃক চাঁদা আদায় প্রতিরোধ ও সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতি রক্ষার্থে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন। 

আজ মঙ্গলবার রামগড় জোন সদরে এ মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন—৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান। 

এ সভায় বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান মাদক, চোরাচালান ও শ্রীলং জুয়ার মতো অপরাধ দমনে সকলের সহায়তা চান। শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন তিনি। সন্ত্রাস, সীমান্ত আইন ভঙ্গ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, হেয়াকো বনানী কলেজের অধ্যক্ষ ফারুকুর রহমান রামগড় প্রেসক্লাবের সভাপতি শ্যামল রুদ্র ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন। 

এ সময় উপস্থিত ছিলেন রামগড় জোনের আওতাধীন ফটিকছড়ির বাগানবাজার ও দাঁতমারা ইউপির জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে কর্মরত ব্যক্তিবর্গ, সমাজ প্রধান, হেডম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত