Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক বললেন কুবি প্রক্টর

কুবি প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৯: ১০
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক বলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। আজ রোববার সকালে তাঁর অফিসে ছাত্রলীগের একাংশের নেতাদের তালা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে একপর্যায়ে তিনি এ কথা বলেন।

প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘কে বা কারা তালা দিয়েছে, আমরা এখনো শনাক্ত করতে পারিনি। এখানে গুটিকয়েক স্টুডেন্ট ছিল। তবে এখানে কোটাবিরোধী আন্দোলনে যারা আছে, তারা তাদের যে যৌক্তিক আন্দোলন করছে, তাদের মাঝে কেউ এখানে ছিল না বলে জানতে পেরেছি। তো আমরা সকলের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারব।’

এর আগে ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, সেটির জন্য প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আগামী কমিটিতে পদপ্রত্যাশী এনায়েত উল্লাহর ২৫-৩০ জন অনুসারীকে ক্যাম্পাস গেট থেকে প্রক্টরের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে দেখা যায়। পরে তাঁরা প্রক্টর অফিসে তালা দেন।

এ বিষয়ে কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান বলেন, ১১ জুলাই প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও তাঁরা এখনো পুলিশ প্রশাসনের কাছে এ হামলার বিচার চান এবং কোটা পদ্ধতির সংস্কার চান। এখানে প্রক্টরের পদত্যাগের কোনো বিষয় নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত