চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়ার পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া ছাত্র-জনতার তোপের মুখে কলেজ ছেড়ে চলে যান। দীর্ঘদিন পর তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শনিবার সকাল ৯টায় ফের কলেজে যোগদান করতে আসেন।
পরে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হলে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আবু সাঈদ বিজয়ের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহারসহ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্লাহসহ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।
আহত শিক্ষক আবু সাঈদ বিজয় অভিযোগ করে বলেন, ‘অধ্যক্ষকে কলেজে যোগদান করানোর নিয়ম হলো গভর্নিং বডির সভাপতির মাধ্যমে। কিন্তু তিনি নিয়ম উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে, আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।’
অন্যদিকে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি কলেজে যোগদান করতে গেলে উপাধ্যক্ষকে কলেজে পাইনি। তিনি সেখানে উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। বাইরে শিক্ষার্থী আহত হয়েছেন কি না, তা জানি না। আর কোনো রাজনৈতিক প্রভাব খাটাইনি।’
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়ার পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া ছাত্র-জনতার তোপের মুখে কলেজ ছেড়ে চলে যান। দীর্ঘদিন পর তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শনিবার সকাল ৯টায় ফের কলেজে যোগদান করতে আসেন।
পরে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হলে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আবু সাঈদ বিজয়ের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহারসহ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্লাহসহ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।
আহত শিক্ষক আবু সাঈদ বিজয় অভিযোগ করে বলেন, ‘অধ্যক্ষকে কলেজে যোগদান করানোর নিয়ম হলো গভর্নিং বডির সভাপতির মাধ্যমে। কিন্তু তিনি নিয়ম উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে, আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।’
অন্যদিকে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি কলেজে যোগদান করতে গেলে উপাধ্যক্ষকে কলেজে পাইনি। তিনি সেখানে উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। বাইরে শিক্ষার্থী আহত হয়েছেন কি না, তা জানি না। আর কোনো রাজনৈতিক প্রভাব খাটাইনি।’
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
১৭ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেবেলা তখন ১টা ১৫-এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
৩০ মিনিট আগে