নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ির ধর্মেরছড়ায় ব্রেক ফেল করে একটি যাত্রী ও মালবাহী জিপ উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। এ সময় আহত হন আরও ১৮ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাফর আলম (৫৭)। আহতরা হলেন, পাইনছড়ি গ্রামের নুমা প্রূ (৬০), থোয়াইছিপ্রু (৭০), মনজুর আলম (২০), ধুই মং চিং (২৫), থোয়াইচিং প্রূ (২), সালামত উল্লাহ (২৮), আবদুল মান্নান (২০), দেলওয়ার হোসেন (২১), মংথোয়াচিং (৫০), মোহাম্মদ আমিন (১৮), রিয়াজুল আলম (৩২), বদি আলম (২১)। আহত বাকিদের নাম পাওয়া নি।
দুর্ঘটনায় আহত, মোহাম্মদ হাশেম বলেন, ‘সাপ্তাহিক হাটের দিন বিকেল সাড়ে ৩টার দিকে গর্জনিয়া বাজার থেকে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সড়কে যাত্রা শুরু করে।
এ সময় জিপটির ভেতরে ৫ থেকে ৭ জন যাত্রী ও মালামাল এবং জিপটির ছাদে ১২ / ১৪ জন যাত্রী ছিল। জিপটি সড়কের পাইনছড়ি ধর্মেরছড়া প্রথম উঠনিতে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে পাহাড়ের পাদদেশে ধাবিত অবস্থায় উল্টে যায়।’ খবর পেয়ে পাইনছড়ি ক্যাম্পের বিজিবি ঘটনাস্থল পরিদর্শনে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘নিহত ১ জনকে উদ্ধার করেছ পুলিশ। আহতদের মধ্যে ১৭ জনকে কক্সবাজার হাসপাতালে অপর ১ জনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এদিকে নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ বলেন, আহত ১৭ জনকে নিয়ে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ছুটে গেছেন। বাকি ১ জনকে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জিপ চালক চালক রবিউল ইসলাম আহত অবস্থায় জঙ্গলের দিকে পালিয়েছে।
নাইক্ষ্যংছড়ির ধর্মেরছড়ায় ব্রেক ফেল করে একটি যাত্রী ও মালবাহী জিপ উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। এ সময় আহত হন আরও ১৮ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাফর আলম (৫৭)। আহতরা হলেন, পাইনছড়ি গ্রামের নুমা প্রূ (৬০), থোয়াইছিপ্রু (৭০), মনজুর আলম (২০), ধুই মং চিং (২৫), থোয়াইচিং প্রূ (২), সালামত উল্লাহ (২৮), আবদুল মান্নান (২০), দেলওয়ার হোসেন (২১), মংথোয়াচিং (৫০), মোহাম্মদ আমিন (১৮), রিয়াজুল আলম (৩২), বদি আলম (২১)। আহত বাকিদের নাম পাওয়া নি।
দুর্ঘটনায় আহত, মোহাম্মদ হাশেম বলেন, ‘সাপ্তাহিক হাটের দিন বিকেল সাড়ে ৩টার দিকে গর্জনিয়া বাজার থেকে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সড়কে যাত্রা শুরু করে।
এ সময় জিপটির ভেতরে ৫ থেকে ৭ জন যাত্রী ও মালামাল এবং জিপটির ছাদে ১২ / ১৪ জন যাত্রী ছিল। জিপটি সড়কের পাইনছড়ি ধর্মেরছড়া প্রথম উঠনিতে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে পাহাড়ের পাদদেশে ধাবিত অবস্থায় উল্টে যায়।’ খবর পেয়ে পাইনছড়ি ক্যাম্পের বিজিবি ঘটনাস্থল পরিদর্শনে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘নিহত ১ জনকে উদ্ধার করেছ পুলিশ। আহতদের মধ্যে ১৭ জনকে কক্সবাজার হাসপাতালে অপর ১ জনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এদিকে নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ বলেন, আহত ১৭ জনকে নিয়ে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ছুটে গেছেন। বাকি ১ জনকে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জিপ চালক চালক রবিউল ইসলাম আহত অবস্থায় জঙ্গলের দিকে পালিয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
১০ মিনিট আগেদিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০১ সালে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া এলাকায় একটি এবং অন্যটি ২০১৩ সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় নির্মাণ করে। সম্প্রতি মোহনপুর রাবার...
১৫ মিনিট আগেনানা সমস্যার কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না সরকার। এসব সমস্যার মধ্যে রয়েছে বস্তায় ভরে ধান খাদ্যগুদামে নিয়ে যাওয়া, ধান শুকিয়ে আর্দ্রতা ১৪ শতাংশে নামিয়ে আনা, চিটার জন্য প্রতিমণে এক-দুই কেজি বেশি ধান নেওয়ার মতো নানা শর্ত এবং ব্যাংকে দৌড়াদৌড়ি করা। চলতি বছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রার.
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘পর্দা না করা’ নিয়ে হেনস্তার ঘটনায় মোস্তফা আসিফ অর্ণব নামের এক ব্যক্তিকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। তবে অভিযুক্তকে ছাড়িয়ে আনতে বুধবার (৫ মার্চ) মধ্যরাতে স্বঘোষিত ‘তৌহিদী জনতা’ থানার সামনে ও ভেতরে অবস্থান নেয়। পরদিন বৃহস্পতিবার ঢাকার প্রধান মহানগর হাকিম...
১ ঘণ্টা আগে