ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বৈদ্যুতিক মিটারের তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ দুলাল মিয়া (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ দুলাল মিয়া সাহেবাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তালতলা বাজারে একটি কনফেকশনারি দোকানের মালিক। তিনি নগরপাড় গ্রামের আলী হাজী বাড়ির মোহাম্মদ রেনু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দুলাল মিয়া তাঁর বাড়ির ছাদ থেকে বৈদ্যুতিক মিটারের তার সরানোর চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মালেকুল আফতাব ভূঁইয়া বলেন, বেলা ১১টার দিকে দুলাল মিয়াকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুলাল মিয়ার বড় ছেলে মানিক মিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
বিকালে জানাজা শেষে মরহুম দুলাল মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বৈদ্যুতিক মিটারের তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ দুলাল মিয়া (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ দুলাল মিয়া সাহেবাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তালতলা বাজারে একটি কনফেকশনারি দোকানের মালিক। তিনি নগরপাড় গ্রামের আলী হাজী বাড়ির মোহাম্মদ রেনু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দুলাল মিয়া তাঁর বাড়ির ছাদ থেকে বৈদ্যুতিক মিটারের তার সরানোর চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মালেকুল আফতাব ভূঁইয়া বলেন, বেলা ১১টার দিকে দুলাল মিয়াকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুলাল মিয়ার বড় ছেলে মানিক মিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
বিকালে জানাজা শেষে মরহুম দুলাল মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই যুবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
৩৭ মিনিট আগেবিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে—এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা। আগামী সাত দিনের মধ্যে তাঁর এই বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় তাঁকে কোনো...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা থেকে চারটি মোবাইল ফোনসহ মোহাম্মদ শিমুল (৩০) ও মোহাম্মদ হাসানুজ্জামান (৩১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (১৯ মে) দুপুরে তাঁদের ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঅস্তিত্বহীন, নামসর্বস্ব দুটি প্রতিষ্ঠানের নামে প্রায় ১ হাজার ১০২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তাঁর সহযোগী, ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে