Ajker Patrika

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২: ০৭
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ নিয়ে টানা তিনবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি, যা খাগড়াছড়ির ইতিহাসে প্রথম। 

১৯৬টি কেন্দ্রে কুজেন্দ্র লাল ত্রিপুরা ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৮১৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। এ ছাড়া সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা ৯ হাজার ৫২৬ ভোট এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা আল-ইহযায পেয়েছেন ৮ হাজার ৪৫৬ ভোট। 

খাগড়াছড়ির নয় উপজেলার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে দুই লাখ ৫৭ হাজার ৫৯৩টি। এর মধ্যে বাতিল হয়েছে ৮৫৭টি ভোট। ভোট দেওয়ার হার ৪৯ দশমিক ৯৮ শতাংশ। 

উল্লেখ্য এর আগে ২০১৪ সালে প্রথমবার এবং ২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত