Ajker Patrika

চাঁদপুরে আগুনে পুড়ল গোডাউনসহ আওয়ামী লীগের কার্যালয়

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৫: ০২
চাঁদপুরে আগুনে পুড়ল গোডাউনসহ আওয়ামী লীগের কার্যালয়

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পূর্ব বাজারে আগুন লেগে ব্যবসায়ীদের মালামাল রাখার একটি গোডাউন ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীদের দাবি, তাঁদের অবকাঠামো ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে বাজারের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টা দিকে বাজারের পূর্ব পাশে স্টেশন সড়কে এই গোডাউনের বাইরে থেকে আগুনের সূত্রপাত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল হাজি জানান, মহামায়া পূর্ব বাজার স্টেশন সড়কে বিল্লাল পাটওয়ারী ও মো. শহীদ উল্লাহর যৌথ মালিকানাধীন একটি গোডাউনে আগুন লাগে। তবে তাঁদের ধারণামতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। সবার প্রচেষ্টায় পাশে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আগুন থেকে রক্ষা পায়।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

আগুনে গোডাউনের সামনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামালের ব্যক্তিগত কার্যালয়, শাহাজাহান ব্যাপারীর ফার্নিচারের মালামাল, হারুন ব্যাপারীর সিমেন্ট, জাহাঙ্গীর, মনির ও জাফর ব্যাপারীর সংরক্ষিত ফল ও মুরগির ফার্মের একটি কক্ষ পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে তদন্ত করে বলা যাবে, কী পরিমাণ ক্ষতি হয়েছে—যুক্ত করেন রবিউল আল-আমিন।

এদিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মহসিন আলম ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত