Ajker Patrika

ফেনীতে মঞ্চস্থ হলো ‘বন্দি নম্বর-৭৩’

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৪২
Thumbnail image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর নবনির্মিত নাটক ‘বন্দী নম্বর-৭৩’ ফেনীতে মঞ্চায়িত হয়েছে। ফেনী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নাটকটি মঞ্চায়িত হয়। ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া নাটকটি মঞ্চায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতার জীবনীর ওপর ৬৪ জেলায় ৬৪টি মঞ্চনাটক নির্মিত হয়। তারই অংশ হিসেবে ফেনী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় বঙ্গবন্ধুর জেলজীবন ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত নাটক ‘বন্দী নম্বর-৭৩’। 

নাটক পরিবেশন করেছেন রেপার্টরি নাট্যদল ফেনীর ২৩ জন নাট্যকর্মী। নাটকটির রচয়িতা সুফি সুফিয়ান, নির্দেশনায় ছিলেন নাসির উদ্দিন সাইমুম। জেলা প্রশাসক ও নাটকের প্রধান উপদেষ্টা মো. আবু সেলিম মাহমুদ-উল হাসান। সমন্বয়কারী ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এস এম টি কামরান হাসান। 

নির্দেশক নাসির উদ্দিন সাইমুম বলেন, ``আমরা নাটকটি শিল্পসম্মত করার জন্য চেষ্টা করেছি। নাটক 'বন্দী নম্বর-৭৩'-এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মধ্যে গভীরভাবে রেখাপাত করেছেন। তিনি আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে জাগরুক হয়ে থাকবেন।"

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটক উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাকসুদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, কবি ও সংগঠক ইকবাল চৌধুরী, প্রবীণ সংগীত শিল্পী শান্তি চৌধুরী, প্রবীণ নাট্যশিল্পী নারায়ণ নাগ, গণমাধ্যমকর্মী বখতেয়ার মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমরজিৎ দাশ টুটুল, বাপ্পী পোদ্দার, হুমায়ুন মজুমদার, কবি উত্তম দেবনাথ, রাজীব সরোয়ার, স্থানীয় নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী, সংগঠকসহ শতাধিক দর্শক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত