খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ের রানি খাগড়াছড়িতে সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা থাকে। তবে ঈদের ছুটিকে ঘিরে এখানকার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের সমাগম হয় অনেক বেশি। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে তাঁদের বরণ করে নিতে জেলার আকর্ষণীয় জায়গাগুলোর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ শনিবার সকালে আলুটিলা পর্যটনকেন্দ্র ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে গিয়ে দেখা যায়, প্রস্তুতির কাজ শেষের পথে। পার্কের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পার্কে বেশ কিছু কাজ চলছে। মূল আকর্ষণ ঝুলন্ত সেতুর কাঠগুলো পরিবর্তন করা হয়েছে। ঈদ উপলক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, তা নিচ্ছেন তাঁরা।
আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, ঈদের ছুটিতে পর্যটকেরা বেড়াতে আসবেন বলে পর্যটনকেন্দ্রের চারপাশ ভিন্নভাবে সাজানো হচ্ছে এবং পরিচ্ছন্নতার কাজ চলছে।
ঘুরতে আসা মানুষজনের আবাসনব্যবস্থা নিয়ে কথা হলে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, ‘খাগড়াছড়ির সব হোটেল ও রিসোর্টে সংস্কারের কাজ চলছে। ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।’ হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, ইতিমধ্যে তাঁদের হোটেলের ৫০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ জাহিদুল কবির বলেন, ঈদুল ফিতরের ছুটিতে আলুটিলা পর্যটনকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা থাকবেন। এ ছাড়া ঈদের দিন জনবল বাড়বে। আলুটিলা, রিসাং ঝরনা ও জেলা পরিষদ পার্কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের টহল দল থাকবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আলুটিলা পর্যটনকেন্দ্রে ট্যুরিস্টদের ভ্রমণ যেন সহজ হয়, এ জন্য আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যেমন পানির ব্যবস্থা ছিল না, সীমিত আকারে তা চালু করতে যাচ্ছি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের অবস্থানের উদ্যোগ নিয়েছি।’
পাহাড়ের রানি খাগড়াছড়িতে সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা থাকে। তবে ঈদের ছুটিকে ঘিরে এখানকার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের সমাগম হয় অনেক বেশি। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে তাঁদের বরণ করে নিতে জেলার আকর্ষণীয় জায়গাগুলোর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ শনিবার সকালে আলুটিলা পর্যটনকেন্দ্র ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে গিয়ে দেখা যায়, প্রস্তুতির কাজ শেষের পথে। পার্কের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পার্কে বেশ কিছু কাজ চলছে। মূল আকর্ষণ ঝুলন্ত সেতুর কাঠগুলো পরিবর্তন করা হয়েছে। ঈদ উপলক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, তা নিচ্ছেন তাঁরা।
আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, ঈদের ছুটিতে পর্যটকেরা বেড়াতে আসবেন বলে পর্যটনকেন্দ্রের চারপাশ ভিন্নভাবে সাজানো হচ্ছে এবং পরিচ্ছন্নতার কাজ চলছে।
ঘুরতে আসা মানুষজনের আবাসনব্যবস্থা নিয়ে কথা হলে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, ‘খাগড়াছড়ির সব হোটেল ও রিসোর্টে সংস্কারের কাজ চলছে। ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।’ হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, ইতিমধ্যে তাঁদের হোটেলের ৫০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ জাহিদুল কবির বলেন, ঈদুল ফিতরের ছুটিতে আলুটিলা পর্যটনকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা থাকবেন। এ ছাড়া ঈদের দিন জনবল বাড়বে। আলুটিলা, রিসাং ঝরনা ও জেলা পরিষদ পার্কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের টহল দল থাকবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আলুটিলা পর্যটনকেন্দ্রে ট্যুরিস্টদের ভ্রমণ যেন সহজ হয়, এ জন্য আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যেমন পানির ব্যবস্থা ছিল না, সীমিত আকারে তা চালু করতে যাচ্ছি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের অবস্থানের উদ্যোগ নিয়েছি।’
কুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে