চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন বাজারে গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পাশ থেকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত আমাকে খবর দিলে আমরা কলার ঝুপড়িতে এসে সাপটিকে দড়ি বাঁধা অবস্থায় পাই। ঝুপড়ির দোকানের একটি ছেলে সাপটিকে আশপাশে দেখে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে। আমরা সাপটিক উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন জঙ্গলে অবমুক্ত করেছি।’
এই শিক্ষার্থী আরও বলেন, ‘সাপটি বর্মিজ পাইথন (Python bivittatus)। এটি ৫ ফুট লম্বা হবে এবং ওজন প্রায় ২ কেজির মতো। অজগর সাপ অবিষধর সাপ। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে এসে আটকা পড়ে ১২ ফুট দৈর্ঘ্য ও ১৮ কেজি ওজনের বিশালাকৃতির একটি অজগর সাপ। পরে সাপটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি পাহাড়ে ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন বাজারে গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পাশ থেকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত আমাকে খবর দিলে আমরা কলার ঝুপড়িতে এসে সাপটিকে দড়ি বাঁধা অবস্থায় পাই। ঝুপড়ির দোকানের একটি ছেলে সাপটিকে আশপাশে দেখে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে। আমরা সাপটিক উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন জঙ্গলে অবমুক্ত করেছি।’
এই শিক্ষার্থী আরও বলেন, ‘সাপটি বর্মিজ পাইথন (Python bivittatus)। এটি ৫ ফুট লম্বা হবে এবং ওজন প্রায় ২ কেজির মতো। অজগর সাপ অবিষধর সাপ। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে এসে আটকা পড়ে ১২ ফুট দৈর্ঘ্য ও ১৮ কেজি ওজনের বিশালাকৃতির একটি অজগর সাপ। পরে সাপটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি পাহাড়ে ছেড়ে দেওয়া হয়।
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে সজীব মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে সাতারকুলের পশ্চিম পদরদিয়া মসজিদের গলির সততা ফার্নিচার কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল...
১ মিনিট আগেউত্তরের জেলা দিনাজপুরে দিনে দেখা মিলছে না সূর্যের। তীব্র কুয়াশা আর হিমালয় থেকে আসা হিম হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। দূরপাল্লার গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। বেশি বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা।
৩ মিনিট আগেনীলফামারীতে সৈয়দপুরে শেয়ালের কামরে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত তাঁদের কামর দেয়। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নেন।
৯ মিনিট আগেগণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে পোষ্য কোটার কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে অনশনরত শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, ‘বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা রাজপথে নেমে এসেছিলাম, অনেকে শহীদ হয়েছে, আহত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আজও পোষ্য কোটা রয়ে গেছে। ফলে অনেক মেধাবী শিক্ষার্থী আছে...
৩৫ মিনিট আগে