ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
আহতরা হলেন উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।
বিজিবি ও স্থানীয় বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়েন। তবে তাঁরা কেন সীমান্ত পার হয়েছিলেন—তা স্পষ্ট করে জানা যায়নি।
এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়ন (সুলতানপুর) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘কেন তারা ভারত অংশে গিয়েছিল, সেটি এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে দুজনের আহতদের ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
আহতরা হলেন উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।
বিজিবি ও স্থানীয় বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়েন। তবে তাঁরা কেন সীমান্ত পার হয়েছিলেন—তা স্পষ্ট করে জানা যায়নি।
এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়ন (সুলতানপুর) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘কেন তারা ভারত অংশে গিয়েছিল, সেটি এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে দুজনের আহতদের ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, হামদ-নাত, গজল, নজরুল সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ নানা সাংস্কৃতিক আয়োজন চলে। বিকেলে নজরুলের কর্ম ও জীবনের ওপর আলোচনা সভা এবং সন্ধ্যায় ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
২ মিনিট আগেসিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাঁচ সীমান্ত এলাকা দিয়ে ১৫৩ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১৪ মিনিট আগেপাবনায় ক্রীড়া স্থাপনা থেকে জেলার দুই বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়া হয়েছে। ৬ মে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জেলা স্টেডিয়াম, পাবনা এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তন করে পাবনা জেলা সুইমিংপুল রাখা হয়েছে।
১৭ মিনিট আগেচট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানা থেকে নিষিদ্ধ সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার ৩০০ সেট পোশাক জব্দ করেছে পুলিশ। প্রতি সেটে একটি শার্ট ও একটি প্যান্ট রয়েছে। এ সময় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে