Ajker Patrika

৮ মাস পর কক্সবাজারে পাঁচ উপজেলায় যুবলীগের আংশিক কমিটি  

কক্সবাজার প্রতিনিধি
৮ মাস পর কক্সবাজারে পাঁচ উপজেলায় যুবলীগের আংশিক কমিটি  

সম্মেলনের ৮ মাস পর কক্সবাজারের পাঁচ উপজেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে চলতি বছরের ৯ মার্চ থেকে ১৩ মার্চ কক্সবাজার পৌরসভাসহ পাঁচ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে কোনো কাউন্সিল অধিবেশন ছাড়াই এ সম্মেলনগুলো শেষ হয়। 

কক্সবাজার পৌর যুবলীগে ডালিম বড়ুয়াকে সভাপতি ও শাহেদ মো. এমরানকে সাধারণ সম্পাদক করে পাঁচজন, রামু উপজেলায় পলক বড়ুয়া আপ্পুকে সভাপতি ও রাশেদ আলীকে সাধারণ সম্পাদক করে সাতজন, মহেশখালীতে মো. শাহজাহানকে সভাপতি ও সাজেদুল করিমকে সাধারণ সম্পাদক করে আটজন, উখিয়া উপজেলায় ইমাম হোসেনকে সভাপতি ও সরওয়ার পাশাকে সাধারণ সম্পাদক করে পাঁচজন এবং কুতুবদিয়ায় জাফর আলমকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে পাঁচজনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া চিঠিতে আগামী এক মাসের মধ্যে ৭১ জনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্র থেকে নতুন কমিটির ঘোষণা আসায় যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতা- কর্মী ও সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত