Ajker Patrika

‘নিজেদের কখনো সংখ্যালঘু মনে করবেন না’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৩, ২২: ০৯
‘নিজেদের কখনো সংখ্যালঘু মনে করবেন না’

জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াশিকা আয়েশা খান বলেছেন, ‘নিজেদের কখনো সংখ্যালঘু মনে করবেন না। বঙ্গবন্ধুর বাংলাদেশ সবার। আমাদের নেত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষের বসবাস নিশ্চিত করেছেন বঙ্গবন্ধুর সোনা বাংলায়।’ 

শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কেয়াগড় সর্বজনীন বৌদ্ধবিহারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াশিকা আয়েশা খান আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার গ্রামকে শহরে পরিণত করেছে। গ্রামের মানুষকে শহরে যেতে এখন আর বেশি সময় লাগে না। যোগাযোগব্যবস্থায়ও এনেছেন ব্যাপক উন্নয়ন।’ 

কেয়াগড় সর্বজনীন বৌদ্ধবিহারের ভিক্ষুক আর্য্যকৃর্তি মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবুল বশর, নজরুল ইসলাম, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহসভাপতি আজিজ হক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাহুল দাশ, আতাউল রহমান খান কায়সার স্মৃতি সংসদের আরব আমিরাতের আহ্বায়ক রাসেল মোহাম্মদ আবু তৈয়ব, নাজিম উদ্দিন ছোটন, সন্তোষ বড়ুয়া, আলোকচিত্র সাংবাদিক কমল দাশ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন অমল বড়ুয়া। পরে প্রধান অতিথিসহ অন্য নেতারা নির্মাণাধীন বৌদ্ধবিহারের কাজ ঘুরে দেখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত