কক্সবাজার প্রতিনিধি
দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও প্রবারণা পূর্ণিমার ছুটি মিলিয়ে অনেকেই ঘুরতে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিকে গত ১ অক্টোবর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে কক্সবাজারে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।
আজ বুধবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত অন্তত ২ লাখ মানুষের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন বিচের কর্মীরা। শারদীয় দুর্গা উৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জনে লাখো পুণ্যার্থীর সঙ্গে বিপুল পর্যটকের সমাগমে সৈকতের কোথাও ফাঁকা ছিল না।
পর্যটন ব্যবসায়ীরা বলেন, সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল উপলক্ষে থাকা-খাওয়ায় ছাড় দেওয়ার বিষয়টি প্রচার পেয়েছে। পর্যটন মেলা ও ছুটি মিলিয়ে এবার ১০ লাখেরও বেশি পর্যটকের সমাগম হতে পারে।
ব্যবসায়ীরা জানান, সমুদ্রসৈকত ছাড়াও মেরিনড্রাইভ ধরে ইনানী, হিমছড়ি ও দরিয়ানগর সৈকতে ছুটছেন পর্যটকেরা। এ ছাড়া রামু বৌদ্ধবিহার, চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নিভৃতে নিসর্গ এবং শৈলদ্বীপ মহেশখালীতেও পর্যটকের সমাগম ঘটেছে।
পর্যটন ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তোহা বলেন, ‘সম্প্রতি বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় পর্যটক কম এসেছেন। এছাড়া পদ্মা সেতু চালুর পর অনেকেই কুয়াকাটা ও সুন্দরবনের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি পর্যটকেরা আবারও কক্সবাজারমুখী হচ্ছেন।’
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন বলেন, ‘কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য চিন্তাভাবনা চলছে।’
হোটেল-মোটেল মালিক সমিতি সংগঠনের সভাপতি আবুল কাশেম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘তারকা ও মাঝারি মানের হোটেলগুলোর বেশির ভাগ কক্ষ ভাড়া হয়ে গেছে। ছোটখাটো রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ আছে। মোটামুটি টানা বন্ধে ভালো পর্যটক আসছেন।’
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা বাড়ানো এবং সেবা নিশ্চিতে অংশীজনদের সমন্বয়ে কাজ করছে জেলা প্রশাসন। এ ছাড়া সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিচের কর্মীরা মাঠে রয়েছেন।
উল্লেখ্য, কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভ সড়কে ৫০০-এর মতো হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে ১ লাখ ৭০ হাজার পর্যটক রাত যাপন করতে পারেন।
দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও প্রবারণা পূর্ণিমার ছুটি মিলিয়ে অনেকেই ঘুরতে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিকে গত ১ অক্টোবর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে কক্সবাজারে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।
আজ বুধবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত অন্তত ২ লাখ মানুষের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন বিচের কর্মীরা। শারদীয় দুর্গা উৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জনে লাখো পুণ্যার্থীর সঙ্গে বিপুল পর্যটকের সমাগমে সৈকতের কোথাও ফাঁকা ছিল না।
পর্যটন ব্যবসায়ীরা বলেন, সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল উপলক্ষে থাকা-খাওয়ায় ছাড় দেওয়ার বিষয়টি প্রচার পেয়েছে। পর্যটন মেলা ও ছুটি মিলিয়ে এবার ১০ লাখেরও বেশি পর্যটকের সমাগম হতে পারে।
ব্যবসায়ীরা জানান, সমুদ্রসৈকত ছাড়াও মেরিনড্রাইভ ধরে ইনানী, হিমছড়ি ও দরিয়ানগর সৈকতে ছুটছেন পর্যটকেরা। এ ছাড়া রামু বৌদ্ধবিহার, চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নিভৃতে নিসর্গ এবং শৈলদ্বীপ মহেশখালীতেও পর্যটকের সমাগম ঘটেছে।
পর্যটন ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তোহা বলেন, ‘সম্প্রতি বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় পর্যটক কম এসেছেন। এছাড়া পদ্মা সেতু চালুর পর অনেকেই কুয়াকাটা ও সুন্দরবনের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি পর্যটকেরা আবারও কক্সবাজারমুখী হচ্ছেন।’
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন বলেন, ‘কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য চিন্তাভাবনা চলছে।’
হোটেল-মোটেল মালিক সমিতি সংগঠনের সভাপতি আবুল কাশেম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘তারকা ও মাঝারি মানের হোটেলগুলোর বেশির ভাগ কক্ষ ভাড়া হয়ে গেছে। ছোটখাটো রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ আছে। মোটামুটি টানা বন্ধে ভালো পর্যটক আসছেন।’
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা বাড়ানো এবং সেবা নিশ্চিতে অংশীজনদের সমন্বয়ে কাজ করছে জেলা প্রশাসন। এ ছাড়া সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিচের কর্মীরা মাঠে রয়েছেন।
উল্লেখ্য, কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভ সড়কে ৫০০-এর মতো হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে ১ লাখ ৭০ হাজার পর্যটক রাত যাপন করতে পারেন।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৬ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৬ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৬ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
৬ ঘণ্টা আগে