Ajker Patrika

নাফ নদ দিয়ে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৫: ৪৮
নাফ নদ দিয়ে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজারে টেকনাফের নাফ নদ পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সীমান্ত পয়েন্ট দিয়ে ঢোকার সময় বিজিবি তাদের ফেরত পাঠায়।

ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ১৯টি শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল রাতে নাফ নদ সীমান্তে বিজিবির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় কিছুসংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে বিজিবির সদস্যরা বাধা দেন। পরে একই পথে রোহিঙ্গাদের নৌকাগুলো ফেরত পাঠানো হয়। এসব নৌকায় শিশুসহ অন্তত ৩৭ জন রোহিঙ্গা ছিল।

বিজিবির অধিনায়ক মহিউদ্দিন আহমেদ আরও বলেন, সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত