Ajker Patrika

হরতালবিরোধী মিছিলে এসে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৬: ৩৭
হরতালবিরোধী মিছিলে এসে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে এসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক আওয়ামী লীগ নেতার। আজ রোববার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সৈয়দ নুরুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত ওই নেতার নাম বিল্লাল হোসেন (৫৫)। তিনি মহানগর ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। বিল্লাল হোসেন কাপ্তান বাজার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। 

দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতে শান্তি মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে নগরীর কান্দিরপাড় আসেন বিল্লাল হোসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মিছিলেই পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে নগরীর এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে বিল্লাল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম-সাধারণ সৈয়দ নুরুর রহমানসহ অন্যান্য নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত