Ajker Patrika

স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৫: ০৮
স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে

মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৬ মার্চ) সকালে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

এ নিয়ে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি চলবে।’ 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত