কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করেছেন নৌবাহিনী সদস্যরা। গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ রোববার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গতকাল শনিবার সকালে নৌবাহিনীর অভিযান চালানোর বিষয়টি টের পেয়ে বিদ্যুৎকেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নেয়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল বিকেলে বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন বন্দরের ৪ নম্বর জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে।
ওসি আরও বলেন, এসব বৈদ্যুতিক তার একটি বার্জ জাহাজের চারটি কনটেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাতজনকে আটক করে।
নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব বৈদ্যুতিক তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও জানান, এই তার পাচারে বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন জড়িত রয়েছেন।
এ ব্যাপারে তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মিজানুল হাসান বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছেন।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করেছেন নৌবাহিনী সদস্যরা। গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ রোববার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গতকাল শনিবার সকালে নৌবাহিনীর অভিযান চালানোর বিষয়টি টের পেয়ে বিদ্যুৎকেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নেয়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল বিকেলে বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন বন্দরের ৪ নম্বর জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে।
ওসি আরও বলেন, এসব বৈদ্যুতিক তার একটি বার্জ জাহাজের চারটি কনটেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাতজনকে আটক করে।
নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব বৈদ্যুতিক তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও জানান, এই তার পাচারে বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন জড়িত রয়েছেন।
এ ব্যাপারে তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মিজানুল হাসান বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছেন।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১৪ মিনিট আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২০ মিনিট আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
৪০ মিনিট আগে