Ajker Patrika

গায়ে হলুদ শেষ, আজ ক্রিকেটার সাইফউদ্দিনের বিয়ে

ফেনী প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১২: ১৯
গায়ে হলুদ শেষ, আজ ক্রিকেটার সাইফউদ্দিনের বিয়ে

পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল বুধবার সন্ধ্যায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তাঁদের বিয়ের হলুদ সন্ধ্যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উভয়ের পরিবারের স্বজনেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার একই হলে তাঁর বিয়ে সম্পন্ন হবে। বিষয়টি ক্রিকেটার সাইফউদ্দিন নিজেই নিশ্চিত করেছেন।

২৫ বছর বয়সী সাইফউদ্দিন জানান, পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারাকে তিনি বিয়ে করছেন। কনে ফাতেমা তুজ জারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন। এ সময় তিনি সব শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে নতুন জীবনের জন্য দোয়া কামনা করেছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তাঁদের বিয়ের হলুদ সন্ধ্যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ক্রিকেটার সাইফ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল খালেকের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত