Ajker Patrika

চকরিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। 

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর সড়কে ক্যাম্প পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ হাশেম (৫৫)। তিনি উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।

আহতেরা হলেন—সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ হাশেমের স্ত্রী সৈয়দা খাতুন (৫০), একই গ্রামের মৃত কবিন্দ্র রাল বড়ুয়ার ছেলে অমল বড়ুয়া (৫৮), মৃত আনন্দের ছেলে তাজল বড়ুয়া ওরফে খসরু (২৯), মো. ফারুকের স্ত্রী হোসনে আরা (৩০) ও জিনপদ বড়ুয়ার ছেলে অটোরিকশা চালক নুনু বড়ুয়া (২৯)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকপুর বাজার থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা চকরিয়া পৌরশহরে যাচ্ছিল। কাকারা মাঝেরফাঁড়ি বাজার থেকে একটি ট্রাক মানিকপুর সড়কের ক্যাম্প পাহাড় এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী মো. হাশেম মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে সৈয়দা খাতুন ও অমল বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং বড় মুসলিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. পারভেজকে (২২) আটক করেছে পুলিশ। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘দুর্ঘটনায় চালককে আটক ও গাড়ি দুটি জব্দ করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত