প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের ৫৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। প্রথম দফায় ৫৫ বছর বা তারও বেশি বয়সের ৪৮ হাজার ৬০০ রোহিঙ্গা নারী-পুরুষকে চীনা কোম্পানি সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উখিয়ার কুতুপালংয়ের ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের হাসাপাতালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াত।
শাহ রেজওয়ান হায়াত বলেন, সরকারের অর্থায়নে রোহিঙ্গাদের টিকা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে আমরা আরআরআরসি অফিস, জেলা সিভিল সার্জন অফিস টিকাদান কার্যক্রমের বাস্তবায়ন করছি। কিছু আন্তর্জাতিক সংস্থা আমাদের কারিগরি সহায়তা করছে। প্রথম দফার টিকাদান কার্যক্রম আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে।
কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রথম দফার জন্য বরাদ্দ পাওয়া ৫০ হাজার টিকা সব কেন্দ্রেই যথাসময়ে সরবরাহ করা হয়েছে। প্রথম ডোজ যারা পেয়েছেন তাঁদের যথা সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
সরেজমিনে উখিয়ার টিকা কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে দুজন প্রশিক্ষিত টিকাদানকারী এবং তিনজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। শৃঙ্খলা মেনে পর্যায়ক্রমে টিকা নেন নিবন্ধন করা রোহিঙ্গারা।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর হোপ হাসপাতালে টিকা নেওয়া রোহিঙ্গা বৃদ্ধ মোহাম্মদ হোসেন (৭০) বলেন, ‘টিকা দেওয়ার সময় ব্যথা পেলেও এখন শান্তি লাগছে কারণ করোনা থেকে বাঁচতে পারবো। ‘
রোহিঙ্গা বৃদ্ধা আমেনা বেগম (৬৫) বলেন, ‘টিকা দিতে সকাল সকাল এখানে এসেছি, টিকা নিয়ে ভালো লাগছে।’
উল্লেখ্য, কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে ৯ আগস্ট পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৯২ জন। করোনায় মারা গেছেন ২৯ জন।
কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের ৫৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। প্রথম দফায় ৫৫ বছর বা তারও বেশি বয়সের ৪৮ হাজার ৬০০ রোহিঙ্গা নারী-পুরুষকে চীনা কোম্পানি সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উখিয়ার কুতুপালংয়ের ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের হাসাপাতালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াত।
শাহ রেজওয়ান হায়াত বলেন, সরকারের অর্থায়নে রোহিঙ্গাদের টিকা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে আমরা আরআরআরসি অফিস, জেলা সিভিল সার্জন অফিস টিকাদান কার্যক্রমের বাস্তবায়ন করছি। কিছু আন্তর্জাতিক সংস্থা আমাদের কারিগরি সহায়তা করছে। প্রথম দফার টিকাদান কার্যক্রম আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে।
কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রথম দফার জন্য বরাদ্দ পাওয়া ৫০ হাজার টিকা সব কেন্দ্রেই যথাসময়ে সরবরাহ করা হয়েছে। প্রথম ডোজ যারা পেয়েছেন তাঁদের যথা সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
সরেজমিনে উখিয়ার টিকা কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে দুজন প্রশিক্ষিত টিকাদানকারী এবং তিনজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। শৃঙ্খলা মেনে পর্যায়ক্রমে টিকা নেন নিবন্ধন করা রোহিঙ্গারা।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর হোপ হাসপাতালে টিকা নেওয়া রোহিঙ্গা বৃদ্ধ মোহাম্মদ হোসেন (৭০) বলেন, ‘টিকা দেওয়ার সময় ব্যথা পেলেও এখন শান্তি লাগছে কারণ করোনা থেকে বাঁচতে পারবো। ‘
রোহিঙ্গা বৃদ্ধা আমেনা বেগম (৬৫) বলেন, ‘টিকা দিতে সকাল সকাল এখানে এসেছি, টিকা নিয়ে ভালো লাগছে।’
উল্লেখ্য, কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে ৯ আগস্ট পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৯২ জন। করোনায় মারা গেছেন ২৯ জন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
২ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে