নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে ৩টি অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা, অস্ত্র ও সরকারি ৩টি সিলিং ফ্যান উদ্ধার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব উদ্ধার করা হয়। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদরের মঞ্জুর আলম (৩২), উখিয়ার রাজাপালংয়ের নুরুল আলম (২৯), মোজাম্মেল হক (৩২), আবদুল মান্নান (২৪) ও মো. কাইসার (২২)।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে উপজেলার ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের প্রবেশমুখ বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মঞ্জুর আলম ও নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে সরকারি ৩টি সিলিং ফ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগ পেয়েছে পুলিশ।
অপরদিকে, গত মঙ্গলবার দিবাগত রাতে আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্কর সওদাগরের রাবার বাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে একনলা সচল ১টি বন্দুক ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিন অভিযানেই নেতৃত্বদানকারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বক্কর সওদাগরের রাবার বাগানের আড়ালে অস্ত্রের কারখানা তৈরি করা হয়েছে। অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ির দুর্গম ও পাহাড়ি এলাকা ছাড়াও বৃহত্তর চট্টগ্রামে পাচার করা হতো।
অফিসার ইনচার্জ আরও বলেন, ‘এই কারখানা থেকেই গত এক সপ্তাহে ৫টি ভারী দেশীয় একনলা বন্দুক বিক্রি করা হয়। গোপনে এটির সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে কারিগরসহ সহযোগীরা পালিয়ে যায়।’ এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় দুজনকে আসামি করে মামলা হয়।
গত দুদিনের ৩টি ঘটনায় থানায় পৃথক পৃথক ৩টি মামলা করা হয়েছে।
নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে ৩টি অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা, অস্ত্র ও সরকারি ৩টি সিলিং ফ্যান উদ্ধার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব উদ্ধার করা হয়। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদরের মঞ্জুর আলম (৩২), উখিয়ার রাজাপালংয়ের নুরুল আলম (২৯), মোজাম্মেল হক (৩২), আবদুল মান্নান (২৪) ও মো. কাইসার (২২)।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে উপজেলার ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের প্রবেশমুখ বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মঞ্জুর আলম ও নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে সরকারি ৩টি সিলিং ফ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগ পেয়েছে পুলিশ।
অপরদিকে, গত মঙ্গলবার দিবাগত রাতে আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্কর সওদাগরের রাবার বাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে একনলা সচল ১টি বন্দুক ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিন অভিযানেই নেতৃত্বদানকারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বক্কর সওদাগরের রাবার বাগানের আড়ালে অস্ত্রের কারখানা তৈরি করা হয়েছে। অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ির দুর্গম ও পাহাড়ি এলাকা ছাড়াও বৃহত্তর চট্টগ্রামে পাচার করা হতো।
অফিসার ইনচার্জ আরও বলেন, ‘এই কারখানা থেকেই গত এক সপ্তাহে ৫টি ভারী দেশীয় একনলা বন্দুক বিক্রি করা হয়। গোপনে এটির সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে কারিগরসহ সহযোগীরা পালিয়ে যায়।’ এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় দুজনকে আসামি করে মামলা হয়।
গত দুদিনের ৩টি ঘটনায় থানায় পৃথক পৃথক ৩টি মামলা করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগেনিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শুক্রবার সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
১ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ টি এম রাশেদুজ্জামান রোকনকে (৫৫) আটক করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মদরিছ মিয়া তালুকদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে