Ajker Patrika

খাগড়াছড়িতে শ্রমিকের মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৫: ৩৭
খাগড়াছড়িতে শ্রমিকের মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানার পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বুধবার বিকেলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রামগড় থানার পরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো. আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।

নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। গতকাল দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাঁকে না পেয়ে কৃষি গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সকালে তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়।

রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সলকে এ বিষয়ে জানতে ফোন করা হলে শ্রমিক মার্ডার হয়েছেন বলে ফোন কেটে দেন।

রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড় অঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের মসজিদের অজুখানার পাশ থেকে বাগানের সাবেক শ্রমিক নূর আলমের মরদেহ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত