রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানার পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বুধবার বিকেলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রামগড় থানার পরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মো. আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।
নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। গতকাল দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাঁকে না পেয়ে কৃষি গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সকালে তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়।
রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সলকে এ বিষয়ে জানতে ফোন করা হলে শ্রমিক মার্ডার হয়েছেন বলে ফোন কেটে দেন।
রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড় অঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের মসজিদের অজুখানার পাশ থেকে বাগানের সাবেক শ্রমিক নূর আলমের মরদেহ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানার পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বুধবার বিকেলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রামগড় থানার পরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মো. আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।
নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। গতকাল দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাঁকে না পেয়ে কৃষি গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সকালে তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়।
রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সলকে এ বিষয়ে জানতে ফোন করা হলে শ্রমিক মার্ডার হয়েছেন বলে ফোন কেটে দেন।
রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড় অঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের মসজিদের অজুখানার পাশ থেকে বাগানের সাবেক শ্রমিক নূর আলমের মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে