Ajker Patrika

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন কক্সবাজার-১ আসনের আ.লীগের সালাহ উদ্দীন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৬
Thumbnail image

ঋণখেলাপের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। সালাহ উদ্দীন আহমদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে সালাহ উদ্দীন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মনোনয়ন ফিরে পেতে আপিল করব। গত ২৭ নভেম্বর বিজ্ঞ আদালত আমাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দিয়েছেন। এখন আমি আর ঋণখেলাপির তালিকায় নেই।’ 

কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিস প্রিজারভার্স লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। প্রতিষ্ঠানটির নামে জামিনদাতা হিসেবে জনতা ব্যাংক লিমিটেডের লালদীঘি পূর্ব করপোরেট শাখাসহ দুটি ব্যাংকে তাঁর ঋণ রয়েছে। ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা আপিল করতে পারবেন।’ 

এ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ সদস্য জাফর আলমসহ ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যাচাই-বাছাইয়ে শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন আহমদ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দীন আরমান, শফিকুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী ও শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহ উদ্দীন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হোসনে আরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দীন , স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম ও তাঁর ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত