সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে দলছুট হরিণ শিকার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা। তাঁরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধারের পর বনে অবমুক্ত করেন।
উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ডের রেঞ্জ কর্মকর্তা রনি আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি গুলিয়াখালি সাগর উপকূলের ম্যানগ্রোভ বনে ছয়টি হরিণ অবমুক্ত করা হয়। হরিণগুলোর মধ্য থেকে একটি আজ দুপুরে বন থেকে বেরিয়ে অলিনগর উপকূলীয় এলাকায় চলে আসে। এ সময় হরিণটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন।
পরে আলাউদ্দিন তাঁর পোষা কুকুর হরিণের পেছনে লেলিয়ে দেন। কুকুরের ধাওয়ায় কাদায় আটকে গেলে তিনি হরিণের পায়ে রশি বেঁধে ওপরে তুলে আনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা হরিণের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
বিষয়টি জানাজানি হলে হরিণটি উদ্ধারে স্থানীয়রা উপকূলীয় বন বিভাগের কর্মকর্তাদের জানান। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হরিণটি উদ্ধারের পর বনে অবমুক্ত করেন।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা রনি আলী বলেন, ‘হরিণ শিকার ও হত্যা বন্য প্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। পোষা কুকুর লেলিয়ে দিয়ে হরিণ আটকের খবর পেয়ে কয়েকজন কর্মকর্তাসহ বিট কর্মকর্তাকে সেখানে পাঠাই। তাঁরা হরিণটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছেন। বিকেলে হরিণটিকে আবার উপকূলীয় বনে ছেড়ে দিয়েছেন।’
রনি আলী আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি হরিণটিকে জবাই করে খেয়ে ফেলার উদ্দেশ্যে আটক করেছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুসারে তাঁরা জানতে পারেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে দলছুট হরিণ শিকার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা। তাঁরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধারের পর বনে অবমুক্ত করেন।
উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ডের রেঞ্জ কর্মকর্তা রনি আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি গুলিয়াখালি সাগর উপকূলের ম্যানগ্রোভ বনে ছয়টি হরিণ অবমুক্ত করা হয়। হরিণগুলোর মধ্য থেকে একটি আজ দুপুরে বন থেকে বেরিয়ে অলিনগর উপকূলীয় এলাকায় চলে আসে। এ সময় হরিণটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন।
পরে আলাউদ্দিন তাঁর পোষা কুকুর হরিণের পেছনে লেলিয়ে দেন। কুকুরের ধাওয়ায় কাদায় আটকে গেলে তিনি হরিণের পায়ে রশি বেঁধে ওপরে তুলে আনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা হরিণের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
বিষয়টি জানাজানি হলে হরিণটি উদ্ধারে স্থানীয়রা উপকূলীয় বন বিভাগের কর্মকর্তাদের জানান। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হরিণটি উদ্ধারের পর বনে অবমুক্ত করেন।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা রনি আলী বলেন, ‘হরিণ শিকার ও হত্যা বন্য প্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। পোষা কুকুর লেলিয়ে দিয়ে হরিণ আটকের খবর পেয়ে কয়েকজন কর্মকর্তাসহ বিট কর্মকর্তাকে সেখানে পাঠাই। তাঁরা হরিণটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছেন। বিকেলে হরিণটিকে আবার উপকূলীয় বনে ছেড়ে দিয়েছেন।’
রনি আলী আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি হরিণটিকে জবাই করে খেয়ে ফেলার উদ্দেশ্যে আটক করেছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুসারে তাঁরা জানতে পারেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‘ফাতেমা আমাদের কলিজার টুকরা ছিল। ছোটবেলা থেকেই ঢাকায় থাকত, মায়ের সাথে। আমাদের সবার ইচ্ছে ছিল বড় হলে সে চিকিৎসক হবে। সব আশা স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’ এভাবেই বিলাপ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ফাতেমা আক্তার আনিশার (৯) চাচি মুক্তা বেগম। অদূরেই ভাগ্নে ওসমানকে কোলে
০১ জানুয়ারি ১৯৭০গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র আজ বিবিসিকে জানায়, ‘আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক–যাঁদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।’
১০ মিনিট আগেতিনি বলেন, ‘প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নয়, বরং প্রযুক্তির মাধ্যমে অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রকল্পকে একটি ইন্ডাস্ট্রিতে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার ও একাডেমিয়াকে একযোগে কাজ করতে হবে। এ জন্য উন্নয়নাধীন বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার
১৪ মিনিট আগে