Ajker Patrika

আজকের পত্রিকার ফেনী প্রতিনিধির বাবার মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০০: ১৭
আজকের পত্রিকার ফেনী প্রতিনিধির বাবার মৃত্যু

আজকের পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মাঈনুল রাসেলের বাবা আবদুল মান্নান পাটোয়ারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ফেনী শহরের শান্তিধারার নিজ বাসায় ইন্তেকাল করেন।

শান্তিধারা আবাসিক এলাকা জামে মসজিদের সামনে রাত ৯টা ১৫ মিনিটে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গুপতি ইউনিয়নের পাটোয়ারী বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল বুধবার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবদুল মান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ফেনীতে কর্মরত সাংবাদিকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত