রামু (কক্সবাজার) প্রতিনিধি
এবার প্রেমের টানে কক্সবাজার রামুতে এসেছেন এক ইতালিয়ান তরুণী রুবের্তা খারজু (২৩)। উপজেলার হাইটুপি গ্রামের তরুণ রুনেক্স বড়ুয়ার (২৮) ঘর বাঁধতে তিনি বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। গত বুধবার রুনেক্স বড়ুয়ার সঙ্গে ইতালিয়ান এ তরুণী বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে।
এদিকে অল্প কিছুদিনের মধ্যে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রুনেক্সের পরিবার। রুনেক্স রামু উপজেলার হাইটুপি গ্রামের বিকাশ বড়ুয়া ও সুমি বড়ুয়া দম্পতির ছেলে।
শুক্রবার সকালে কক্সবাজারের রামুর হাইটুপি এলাকায় রুনেক্স বড়ুয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাঙালি ঢঙে শাড়ি পরেছেন ইতালিয়ান ওই তরুণী। রুনেক্সের মায়ের সঙ্গে করছেন রান্নায় সহযোগিতা করছেন। পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে বাংলায় কথা বলা শিখছেন। ভাঙা বাংলা শব্দে কথাও বলছেন ইতালিয়ান ওই তরুণী।
রুনেক্সের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কাজের জন্য ইতালি যান রুনেক্স বড়ুয়া। সেখানে একটি হোটেলে রুবের্তা খারজু ও তিনি একসঙ্গে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এদিকে ইতালিয়ান তরুণী রুবের্তা খারজু পেয়ে খুশি রুনেক্সের পরিবারের অন্যান্য সদস্যরা। রুনেক্স বড়ুয়ার মা সুমি বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, তাদের পরিবার খুব খুশি। ছেলের বিদেশি বউয়ের বিষয়ে আগে থেকেই জানতেন তিনি। ছেলের পছন্দ তার পছন্দ। প্রতিবেশীরা ব্যাপক উদ্দীপনা নিয়ে তরুণীকে দেখতে আসছে।
এবার প্রেমের টানে কক্সবাজার রামুতে এসেছেন এক ইতালিয়ান তরুণী রুবের্তা খারজু (২৩)। উপজেলার হাইটুপি গ্রামের তরুণ রুনেক্স বড়ুয়ার (২৮) ঘর বাঁধতে তিনি বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। গত বুধবার রুনেক্স বড়ুয়ার সঙ্গে ইতালিয়ান এ তরুণী বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে।
এদিকে অল্প কিছুদিনের মধ্যে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রুনেক্সের পরিবার। রুনেক্স রামু উপজেলার হাইটুপি গ্রামের বিকাশ বড়ুয়া ও সুমি বড়ুয়া দম্পতির ছেলে।
শুক্রবার সকালে কক্সবাজারের রামুর হাইটুপি এলাকায় রুনেক্স বড়ুয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাঙালি ঢঙে শাড়ি পরেছেন ইতালিয়ান ওই তরুণী। রুনেক্সের মায়ের সঙ্গে করছেন রান্নায় সহযোগিতা করছেন। পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে বাংলায় কথা বলা শিখছেন। ভাঙা বাংলা শব্দে কথাও বলছেন ইতালিয়ান ওই তরুণী।
রুনেক্সের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কাজের জন্য ইতালি যান রুনেক্স বড়ুয়া। সেখানে একটি হোটেলে রুবের্তা খারজু ও তিনি একসঙ্গে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এদিকে ইতালিয়ান তরুণী রুবের্তা খারজু পেয়ে খুশি রুনেক্সের পরিবারের অন্যান্য সদস্যরা। রুনেক্স বড়ুয়ার মা সুমি বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, তাদের পরিবার খুব খুশি। ছেলের বিদেশি বউয়ের বিষয়ে আগে থেকেই জানতেন তিনি। ছেলের পছন্দ তার পছন্দ। প্রতিবেশীরা ব্যাপক উদ্দীপনা নিয়ে তরুণীকে দেখতে আসছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। আজ মঙ্গলবার নির্ধারিত তারিখে সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার ৩০ এপ্রিল নতুন
১ সেকেন্ড আগেচট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
৩৫ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৪২ মিনিট আগে