Ajker Patrika

কক্সবাজারে সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২: ৫০
কক্সবাজারে সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ 

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সোয়া ১১টার দিকে শহরের লাবণী পয়েন্টে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা। 

বিচ কর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরে দুজন ব্যক্তিকে ভাসতে দেখে সৈকতে কর্মরত লাইফগার্ড সদস্যদের নজরে আসে। তখন সাগরে নেমে তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অজ্ঞাত ওই নারীর বয়স ২২ থেকে ২৪ এবং পুরুষের বয়স ৩০ মতো হবে। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘উদ্ধার তরুণ ও তরুণীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তাঁদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তাঁরা যদি পর্যটক হয়ে থাকেন, তাহলে কোথা থেকে এসেছেন এবং কোন হোটেলে, কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করছি। হতে পারে অন্য এক জায়গা থেকে পানিতে নেমে এই জায়গায় ভেসে এসেছেন; সবকিছু মাথায় নিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত