কুবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে ‘শিবির’ আখ্যা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস।
আজ শুক্রবার ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এ–সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।
পোস্টে আমিনুর বিশ্বাস লেখেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সমর্থন থাকে, তেমনি কোটা আন্দোলনে যৌক্তিক সমাধান চায় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে আমিও চাই কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান। কিন্তু জামায়াত–বিএনপি পরিবারের সন্তানেরা, ছাত্রদল ও শিবিরের লোকজন, সাধারণ শিক্ষার্থীদের সাথে অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। তার ধারাবাহিকতায় কুবির Zhohura Mim নামের এই মেয়েটি ছাত্রশিবিরের একনিষ্ঠ কর্মী। সে এই আন্দোলনে ঢুকে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে।’
এ বিষয়ে জহুরা মিম বলেন, ‘গতকাল শিক্ষার্থীদের ওপর যে পুলিশি হামলা হয়েছে ,আমি সেটার জন্য আন্দোলনে দাঁড়িয়েছি। একটা যৌক্তিক দাবিতে আমি আন্দোলনে দাঁড়িয়েছি। কিন্তু আমিনুর বিশ্বাস আমাকে এবং আমার পরিবার নিয়ে যেভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, তার জন্য আমি তার বিচার চাই। সে আমার চরিত্র নিয়েও কথা বলেছে, এটির বিচার আমি চাই। আমি বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত দিব, বিভাগ থেকে আমাকে আশ্বস্ত করলে আমি সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করব।’
পোস্টের বিষয়ে ব্যাখ্যা চাইলে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, ‘আমি বিস্তারিত পোস্টে বলেছি। সেটিই আমার বক্তব্য।’
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবিরের কোনো নারী শাখা নেই। ধর্মভিত্তিক এই ছাত্র সংগঠনের পাশাপাশি সমমনা নারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রী সংস্থা নামে একটি সংগঠন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে পরিচিত।
গতকাল (১১ জুলাই) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। প্রতিবাদে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে ‘শিবির’ আখ্যা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস।
আজ শুক্রবার ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এ–সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।
পোস্টে আমিনুর বিশ্বাস লেখেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সমর্থন থাকে, তেমনি কোটা আন্দোলনে যৌক্তিক সমাধান চায় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে আমিও চাই কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান। কিন্তু জামায়াত–বিএনপি পরিবারের সন্তানেরা, ছাত্রদল ও শিবিরের লোকজন, সাধারণ শিক্ষার্থীদের সাথে অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। তার ধারাবাহিকতায় কুবির Zhohura Mim নামের এই মেয়েটি ছাত্রশিবিরের একনিষ্ঠ কর্মী। সে এই আন্দোলনে ঢুকে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে।’
এ বিষয়ে জহুরা মিম বলেন, ‘গতকাল শিক্ষার্থীদের ওপর যে পুলিশি হামলা হয়েছে ,আমি সেটার জন্য আন্দোলনে দাঁড়িয়েছি। একটা যৌক্তিক দাবিতে আমি আন্দোলনে দাঁড়িয়েছি। কিন্তু আমিনুর বিশ্বাস আমাকে এবং আমার পরিবার নিয়ে যেভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, তার জন্য আমি তার বিচার চাই। সে আমার চরিত্র নিয়েও কথা বলেছে, এটির বিচার আমি চাই। আমি বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত দিব, বিভাগ থেকে আমাকে আশ্বস্ত করলে আমি সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করব।’
পোস্টের বিষয়ে ব্যাখ্যা চাইলে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, ‘আমি বিস্তারিত পোস্টে বলেছি। সেটিই আমার বক্তব্য।’
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবিরের কোনো নারী শাখা নেই। ধর্মভিত্তিক এই ছাত্র সংগঠনের পাশাপাশি সমমনা নারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রী সংস্থা নামে একটি সংগঠন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে পরিচিত।
গতকাল (১১ জুলাই) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। প্রতিবাদে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে