Ajker Patrika

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ১০, আটক ২

প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা) 
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ১০, আটক ২

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধের কাছে এক শতাংশ জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭ শতাংশ জমির পাশের এক শতাংশ জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরনবী, আবু মুছা, আবদুল্লাহ-আল-নোমান, মো. শাহ আলমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আব্দুল মতিনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবাই লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। 
 
এদিকে সংঘর্ষের একপর্যায়ে আহতদের হাসপাতালে নেওয়ার পর তবদল হোসেন ও ময়নাল হোসেন নেতৃত্বে পুনরায় ওই জমি দখলের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে তবদল হোসেন ও ময়নাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন বলে স্থানীয়রা জানান। 

স্থানীয় আব্দুল ওয়াদুদ ও মো. ফরিদ উদ্দিন জানান, লক্ষ্মীপুর গ্রামের গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন মুকশত আলীর ২৫ শতাংশ জমি ছিল। পাকিস্তান আমলে ওই জমির দুই শতাংশ খালে চলে যায়, বাকি ২৩ শতাংশের মধ্যে আলী হোসেন ৮ শতাংশ এবং আব্দুল মজিদ ১৫ শতাংশ জমি ক্রয় করেন। আলী হোসেনের ৮ শতাংশ জমির মধ্যে পানি উন্নয়ন বোর্ড ৭ শতাংশ জমি নিয়ে নেয়। বাকি এক শতাংশ জমির মালিকানা নিয়ে আব্দুল মতিন ও আব্দুল হাকিম’র মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। 

আব্দুল মতিন দাবি করছেন ওই এক শতাংশ জমি নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে ক্রয় করা এবং মো. ময়নাল হোসেনের দাবি ওই জমি স্টাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়নি, তাই এ জমির মালিক আমরা। 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় দুই পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত