Ajker Patrika

নির্বাচন নিয়ে বিএনপি যা বলছে তা অসত্য: আখাউড়ায় আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৬
নির্বাচন নিয়ে বিএনপি যা বলছে তা অসত্য: আখাউড়ায় আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণ এই নির্বাচনে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে চায়। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি যা বলছে তা অসত্য।’

আজ বৃহস্পতিবার সকালে সাত দিনের নির্বাচনী কর্মসূচি নিয়ে তাঁর সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

পরে মন্ত্রী আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর খেলার মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগদান করেন। এ সময় তিনি উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,  উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত