Ajker Patrika

১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৬: ৫৭
১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে পিকআপের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। আজ রোববার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে র‍্যাব-১১। 

গ্রেপ্তারকৃতরা হলেন আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন জীবন (৩৫) ও তাঁর সহযোগী এক কিশোর। 

র‍্যাবের কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, রোববার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারিরা কৌশলে পিকআপের ভেতরে লুকিয়ে মাদক পরিবহন করছিলেন। এ সময় র‍্যাব অভিযান চালিয়ে ওই পিকআপ থেকে ১০০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। 

কোম্পানি অধিনায়ক আরও বলেন, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত