Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকতের দখল, দূষণ বন্ধে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতের দখল, দূষণ বন্ধে মানববন্ধন

কক্সবাজার শহরের অদূরে হিমছড়ির দরিয়ানগর সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ বন্ধে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজ রোববার এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নেতারা বলেন, সরকারের যথাযথ নজরদারি ও তদারকি না থাকায় শহরের কলাতলী থেকে ইনানী পর্যন্ত সৈকতের বালিয়াড়িতে একের পর অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ দখল ও দূষণ বন্ধে কার্যকর ভূমিকা প্রয়োজন। সৈকত সংরক্ষণ না করলে পর্যটন শহরে ভবিষ্যতে মারাত্মক বিপর্যয় নেমে আসবে। 

এ সময় বক্তারা, সৈকত সংলগ্ন ৭০০ একর বনভূমি বন্দোবস্ত বাতিল ও পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

বাপার কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল, কক্সবাজার নাগরিক অধিকার ফোরামের সভাপতি নজরুল ইসলাম, বাপার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংবাদিক আহমদ গিয়াসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত