Ajker Patrika

সোনালি মুরগিতে স্বপ্নপূরণ

প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯: ৪১
সোনালি মুরগিতে স্বপ্নপূরণ

সোনালি মুরগি পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অর্ধশতাধিক অসচ্ছল পরিবার। চাঁদপুর জেলা পরিষদের এডিপি খাতের বিশেষ বরাদ্দের আওতায় আত্মকর্মসংস্থান মূলক সহায়তা প্রকল্পের মাধ্যমে সোনালি মুরগি পেয়ে মহাখুশি প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল পরিবারের সদস্যরা।

জানা যায়, চাঁদপুর–৫ আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম অসচ্ছল পরিবারগুলোর মাঝে সচ্ছলতা ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। ১০৫ পরিবারের মাঝে ৩০টি করে সোনালি মুরগি দিয়ে সহযোগিতা করেন। সঙ্গে ফিড, মুরগির খাঁচা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এর মধ্যে ৫৫টি অসচ্ছল পরিবার হাজীগঞ্জের।

সুবিধাভোগী উপজেলার গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের পাচৈ গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে শারীরিক প্রতিবন্ধী হাবিব মিয়া (৪৬)। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আগেই। এখন পেয়েছেন মুরগি, খাঁচা, ওষুধ, ফিড। হাবিবের খুশির অন্ত নেই। মুরগি পালন করে পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে বলে মনে করেন হাবিব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কথায় কথায়। স্বপ্ন দেখছেন একদিন বড় খামারি হবেন।

চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি জসিম উদ্দিন বলেন, হাজীগঞ্জ শাহরাস্তির এমপি রফিকুল ইসলামের নির্দেশনায় উপজেলার অসচ্ছল মানুষদের খুঁজে বের করে তালিকাভুক্ত করা হয়। পরে স্বচ্ছতা এবং জবাবদিহীতার ভিত্তিতে ৫৫টি তালিকাভুক্ত পরিবারের প্রতি ৩০টি সোনালি মুরগি তুলে দেওয়া হয়।

এ ছাড়া প্রতিটি অসচ্ছল পরিবারকে একটি করে খাঁচা দেওয়া হয়। প্রতি পরিবারকে মুরগির ফিড দেওয়া হয় ১ বস্তা। মুরগি যাতে সুস্থ থাকে সে জন্য মুরগিকে ২ হাজার ২৫০ টাকার ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। সর্বোপরি অসচ্ছল মানুষদের জীবনমান উন্নয়নে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেন স্থানীয় সাংসদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত