Ajker Patrika

ফরিদগঞ্জের ডাকাতিয়ায় ইলেকট্রিক শক দিয়ে মাছধরার যন্ত্রাংশ জব্দ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জের ডাকাতিয়ায় ইলেকট্রিক শক দিয়ে মাছধরার যন্ত্রাংশ জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ইলেকট্রিক শক দিয়ে মাছধরার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। আজ শনিবার রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমার নেতৃত্বে পুলিশ ও মৎস্য কর্মকর্তারা টোরা মুন্সিরহাট ও কামতা এলাকার ডাকাতিয়া নদীতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ব্যাটারি ও ইনভার্টারের সাহায্যে ইলেকট্রিক শর্ট সার্কিট দিয়ে মাছ শিকারের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ ভোল্টের ব্যাটারি চার্জ দিয়ে ইনভার্টার মেশিনের মাধ্যমে আশপাশের প্রায় ১৫-২০ ফিট পানি বিদ্যুতায়িত করে ওই স্থানে থাকা জলজ প্রাণীসহ সকল মাছ মারা হয়। কিন্তু এটি ব্যবহার সম্পূর্ণ বেআইনি। 

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা জানান, ইলেকট্রিক সার্কিট দিয়ে এভাবে সরাসরি মাছ ধরার কোন অনুমতি নেই। উপজেলার ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে, খাল-বিলে নির্বিচারে ইলেকট্রিক শক দিয়ে অভিনব পদ্ধতিতে দীর্ঘ দিন ধরে মাছ নিধন করে চলছে একটি চক্র। এতে দেশীয় প্রজাতির মাছ ও মাছের পোনা নিধন হচ্ছে। ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। দেশের সম্পদ রক্ষার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত