প্রতিনিধি
কক্সবাজার (চকরিয়া): হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জীকে কক্সবাজারের চকরিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার বরইতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় গত ২৬ মার্চ তাণ্ডবের ঘটনায় বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের। তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমানকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।’
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম (সেবা) জাকারিয়া নোমান বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর ও তাণ্ডব চালানোর ঘটনার অন্যতম মদদদাতা ছিলেন জাকারিয়া নোমান ফয়জী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইয়ের তদন্তেও তাঁর নাম রয়েছে।’
জানা গেছে, জাকারিয়া নোমান ফয়জীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে। তাঁর বাবা নোমান ফয়জী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন। গত ২২ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা। এ সময় বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় নিহত হন ১৭ জন।
কক্সবাজার (চকরিয়া): হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জীকে কক্সবাজারের চকরিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার বরইতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় গত ২৬ মার্চ তাণ্ডবের ঘটনায় বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের। তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমানকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।’
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম (সেবা) জাকারিয়া নোমান বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর ও তাণ্ডব চালানোর ঘটনার অন্যতম মদদদাতা ছিলেন জাকারিয়া নোমান ফয়জী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইয়ের তদন্তেও তাঁর নাম রয়েছে।’
জানা গেছে, জাকারিয়া নোমান ফয়জীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে। তাঁর বাবা নোমান ফয়জী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন। গত ২২ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা। এ সময় বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় নিহত হন ১৭ জন।
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
২৯ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে